০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​সন্ন্যাসীর ছদ্মবেশে সীতাকুণ্ডে দিনে-দুপুরে মন্দির লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ন্যাসীর বেশ ধরে দিনে-দুপুরে একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিট থেকে ২টা ২৮ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামে প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসের বাড়ির পারিবারিক মন্দিরে। সাদা ধুতি, মাথায় ধুতির পাগড়ি, কাঁধে ঝোলা—পুরোপুরি একজন সন্ন্যাসীর বেশ ধরে বাড়ির ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি আশপাশে উঁকি-ঝুঁকি দিয়ে এক মিনিটের মাথায় মন্দিরে ঢোকেন এবং মাত্র দুই মিনিটের মধ্যে বিগ্রহ, পিতলের তৈজসপত্র, কাসা-ঘণ্টা ও দানবাক্সের নগদ টাকা চুরি করে বেরিয়ে যান। পরে সেখান থেকে প্রকাশ্যেই হেঁটে চলে যান। ঘটনার বিষয়ে আজ সোমবার (৪ আগস্ট) সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা জানান সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস। তিনি বলেন, “প্রতিদিনই হিন্দু বাড়িগুলোতে বিভিন্ন সন্ন্যাসী কীর্তনের জন্য আসেন, তাই সন্দেহের সুযোগ থাকে না। কিন্তু ওই ব্যক্তি নিঃশব্দে প্রবেশ করে নির্দিষ্ট লক্ষ্যেই মন্দিরে ঢুকেছিলেন এবং মাত্র কয়েক মিনিটেই সবকিছু নিয়ে চলে যান।” বিকেলে প্রার্থনার সময় মন্দিরের জিনিসপত্র না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। এরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্ন্যাসীবেশী ওই চোরের কর্মকাণ্ড প্রকাশ্যে আসে। স্থানীয় দোকানি প্রবীর চৌধুরী জানান, “ঘটনার পর সন্ন্যাসীবেশে থাকা ওই ব্যক্তি আমার দোকানে এসে দান চায় এবং জানায় বাড়ির সবাই ঘুমিয়ে আছে। বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।” এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এর আগে গতকালই সীতাকুণ্ডের ভোলাগিরি সেবাশ্রমে এক যুবক মন্দিরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। ধারাবাহিকভাবে ধর্মীয় স্থানে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গাজার উপর ইসরায়েলের স্থল ও আকাশপথে একযোগে হামলা

​সন্ন্যাসীর ছদ্মবেশে সীতাকুণ্ডে দিনে-দুপুরে মন্দির লুট

পোস্ট হয়েছেঃ ০৭:০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ন্যাসীর বেশ ধরে দিনে-দুপুরে একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিট থেকে ২টা ২৮ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামে প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসের বাড়ির পারিবারিক মন্দিরে। সাদা ধুতি, মাথায় ধুতির পাগড়ি, কাঁধে ঝোলা—পুরোপুরি একজন সন্ন্যাসীর বেশ ধরে বাড়ির ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি আশপাশে উঁকি-ঝুঁকি দিয়ে এক মিনিটের মাথায় মন্দিরে ঢোকেন এবং মাত্র দুই মিনিটের মধ্যে বিগ্রহ, পিতলের তৈজসপত্র, কাসা-ঘণ্টা ও দানবাক্সের নগদ টাকা চুরি করে বেরিয়ে যান। পরে সেখান থেকে প্রকাশ্যেই হেঁটে চলে যান। ঘটনার বিষয়ে আজ সোমবার (৪ আগস্ট) সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা জানান সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস। তিনি বলেন, “প্রতিদিনই হিন্দু বাড়িগুলোতে বিভিন্ন সন্ন্যাসী কীর্তনের জন্য আসেন, তাই সন্দেহের সুযোগ থাকে না। কিন্তু ওই ব্যক্তি নিঃশব্দে প্রবেশ করে নির্দিষ্ট লক্ষ্যেই মন্দিরে ঢুকেছিলেন এবং মাত্র কয়েক মিনিটেই সবকিছু নিয়ে চলে যান।” বিকেলে প্রার্থনার সময় মন্দিরের জিনিসপত্র না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। এরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্ন্যাসীবেশী ওই চোরের কর্মকাণ্ড প্রকাশ্যে আসে। স্থানীয় দোকানি প্রবীর চৌধুরী জানান, “ঘটনার পর সন্ন্যাসীবেশে থাকা ওই ব্যক্তি আমার দোকানে এসে দান চায় এবং জানায় বাড়ির সবাই ঘুমিয়ে আছে। বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।” এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় সাধারণ ডায়েরি হয়েছে এবং চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এর আগে গতকালই সীতাকুণ্ডের ভোলাগিরি সেবাশ্রমে এক যুবক মন্দিরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। ধারাবাহিকভাবে ধর্মীয় স্থানে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।