
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ এলাকায় রাজিব বাসের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর দুইটার সময় এই ঘটনা ঘটে। এতে ১০-১৫ জন বাসের যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে রাজিব বাসের সামনে অংশ দুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে নরুন্দির তদন্ত কেন্দ্রের পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন।