
বেপরোয়া গতির এক লোকেল বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক মারা গেছে। আজ সোমবার(৪ জুলাই) দুপুর ১টার দিকে বৈলতলী বরমা আনোয়ারা সড়কের কেশুয়া টিনেরহাট নামক স্থানে এ’ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঘাতক বাস চট্টগ্রাম শহরের উদ্দেশ্য খোদারহাট ষ্টেশন হতে ছেড়ে সাতঘাটিয়া পুকুর পাড় স্থানে অতিরিক্ত যাত্রা বিরতি করে সময় কাটায়। সেখান থেকে মৌলভীবাজার পর্যন্ত গিয়ে পূর্বে পথিমধ্যে নষ্ট সময় পূরণকল্পে বরকল ব্রীজের পূর্ব পাশে অবস্থিত বাস কাউন্টারে নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য অতি দ্রুত গতি নেয়। বেপরোয়া গতির ফলে ঘটনা স্থলে ট্রলিগাড়ী কে পাশ কাটতে গিয়ে দূর্ঘটনা স্থানে মোটরসাইকেল নিয়ে
দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবককে চাপা দেয়। আশপাশের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানায়। নিহত যুবকের বাড়ি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামে,জনৈক মুহম্মদ ইদ্রিসের ছেলে নাম- টিপু সোলতান(২৮)। সে টাইলস ব্যবসায়ী। নিহত যুবক এল ডি পি ‘র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল বরমা ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক বলে জানা যায়। উত্তেজিত জনতা বাসটি ভাংচুর চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।