০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজ থাকা সত্ত্বেও কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে মেলান্দহ ও মাদারগঞ্জের অসংখ্য মানুষ

  • তৌহিদ হাসান
  • পোস্ট হয়েছেঃ ০৮:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 13
মাদারগঞ্জ এবং মেলান্দহ এর মধ্যবর্তী স্থান বন্দোরুহা নদীর উপর একটি ব্রিজ রয়েছে, গত ৩ বছর আগে নদীর স্রোতে ব্রিজের পাশের সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। তখন স্থানীয়  লোকজন এবং প্রশাসনের  সহযোগিতায় কিছু  কাঠ এবং বাঁশ দিয়ে ভাঙ্গনের জায়গাটিতে একটি কাঠের ব্রিজ বানানো হয়। গত তিন বছর যাবৎ এই ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে অত্র এলাকার মানুষজন, গত তিন বছর যাবত এ রাস্তা দিয়ে ভারি কোন যানবাহন  চলাচল করতে পারে না। সরেজমিনে যেয়ে দেখা যায় জায়গাটি অনেক গভীর, বর্তমানে কাঠের ব্রিজটির অবস্থা ও খুবই নাজেহাল,যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মাদারগঞ্জ থেকে মেলান্দহ যাওয়ার অন্যতম  প্রধান রাস্তা হচ্ছে এই রাস্তা। এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,হাজার হাজার মানুষ প্রতিদিন এই রোডে চলাচল করে ঝুঁকিপূর্ণভাবে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই দুর্ঘটনা থেকে বাঁচতে  তাদের দাবি অতি বিলম্বে অনুগ্রহপূর্বক সড়ক বিভাগ যাতে ব্রিজের গোড়ার সংযোগ সড়কটি অতি বিলম্বে ঠিক করে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গাজার উপর ইসরায়েলের স্থল ও আকাশপথে একযোগে হামলা

ব্রিজ থাকা সত্ত্বেও কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে মেলান্দহ ও মাদারগঞ্জের অসংখ্য মানুষ

পোস্ট হয়েছেঃ ০৮:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মাদারগঞ্জ এবং মেলান্দহ এর মধ্যবর্তী স্থান বন্দোরুহা নদীর উপর একটি ব্রিজ রয়েছে, গত ৩ বছর আগে নদীর স্রোতে ব্রিজের পাশের সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। তখন স্থানীয়  লোকজন এবং প্রশাসনের  সহযোগিতায় কিছু  কাঠ এবং বাঁশ দিয়ে ভাঙ্গনের জায়গাটিতে একটি কাঠের ব্রিজ বানানো হয়। গত তিন বছর যাবৎ এই ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে অত্র এলাকার মানুষজন, গত তিন বছর যাবত এ রাস্তা দিয়ে ভারি কোন যানবাহন  চলাচল করতে পারে না। সরেজমিনে যেয়ে দেখা যায় জায়গাটি অনেক গভীর, বর্তমানে কাঠের ব্রিজটির অবস্থা ও খুবই নাজেহাল,যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মাদারগঞ্জ থেকে মেলান্দহ যাওয়ার অন্যতম  প্রধান রাস্তা হচ্ছে এই রাস্তা। এলাকাবাসীর কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,হাজার হাজার মানুষ প্রতিদিন এই রোডে চলাচল করে ঝুঁকিপূর্ণভাবে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই দুর্ঘটনা থেকে বাঁচতে  তাদের দাবি অতি বিলম্বে অনুগ্রহপূর্বক সড়ক বিভাগ যাতে ব্রিজের গোড়ার সংযোগ সড়কটি অতি বিলম্বে ঠিক করে।