
শেরপুরের নকলায় ৫ আগস্ট মঙ্গলবার “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, নকলা কর্তৃক গৃহীত কর্মসূচি অনুযায়ী
সকাল ৯ টায় চর বসন্তি নারায়ণখোলা গ্রামের জুলাই শহিদ মো: আ: আজিজের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও বৃক্ষরোপণ। ৯:৩০ মিনিটে চিথলিয়া গ্রামের জুলাই শহিদ শফিক মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, সংবাদিকবৃন্দ এবং শহিদ আজিজ ও শহিদ শফিক মিয়ার পরিবারের লোকজন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বাত্মক সহযোগিতা করেন ৮ নং চর অষ্টধর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: দুলাল উদ্দিন।