
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর ব্রাহ্মণ গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ রাস্তাটি এনায়েতপুর, ব্রাহ্মণ গ্রাম ও আরকান্দি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
বর্ষা নামলেই যেন দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে হাঁটু পরিমাণ পানি ও কাদা। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল সরকার বলেন “এই রাস্তাটা আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বছরের পর বছর ধরে কোনো উন্নয়ন হয়নি। আমরা বাধ্য হয়ে কাঁদা পানি মাড়িয়ে চলাচল করি।”
একই কথা জানান স্থানীয় কলেজছাত্রী নাজমা আক্তার। তিনি বলেন, “বৃষ্টির দিনে স্কুলে যাওয়াটা যেন যুদ্ধের মতো। জামাকাপড় নষ্ট হয়, পড়ালেখা ব্যাহত হয়।”
এনায়েতপুর ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানান, রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ব্রাহ্মণ গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত ও পাকা করণ করা হোক, যাতে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।