
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীকে গলা চেপে ধরে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার কলেজ পাড়া এলাকা থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নুরুজ্জামান নামে এক বিকাশ ব্যবসায়ীকে গলা চেপে ধরে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ঐ ব্যাবসায়ী জানায় আজ বৃহস্পতিবার (রাত ২টার) সময় কলেজ পাড়া থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাতিবান্ধা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় কয়েক জন যুবক সাইকেল থেকে ভূট্টাক্ষেতে ফেলে দিয়ে গলা চেপে ধরে ছীনতাই করে এ সময় ভূক্তভোগীর কাছে ৪০,৫০০০ টাকা এবং বিকাশের একটি মোবাইল ফোন ছিল। “ছিনতাইকারীরা”টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় । এসময় ভুক্তভোগী ব্যাবসায়ী চিৎকার করলে স্থানীয়রা এসে দুই জনকে আটক করে । স্থানীয়রা জানান ভূক্তভোগী ব্যাবসায়ীর চিকিৎসার শুনে এলাকাবাসী এসে দুই জনকে ছিনতাইকারীকে আটক করা হয় ।এবং আরো তিন জন ছিনতাইকারী পালিয়ে যায়। এবং পরে এ দুইজন কে পুলিশের হাতে সোপর্দ করা হয় । হাতিবান্ধা থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আটককারীর হলেন হাতিবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী জসীমউদ্দীনের ছেলে নাজমুল হোসেন , সিংগীমারী ৬নং ওয়ার্ডের আমিনুর রহমানের ছেলে আবু বকর । এবং পলাতক রয়েছেন আরো তিন জন মেহেদী হাসান মুকিন, সিয়াম হোসেন সহ নাম পরিচয়হীন একজন ।