
শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন—নূর কামাল (৫০), যিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং তার আত্মীয় বেলাল উদ্দিন (১৮), রঙ্গিখালী এলাকার নূর হোসেনের ছেলে।
তৈয়বা জানান, মাত্র একদিন আগে, শুক্রবার নূর কামালের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পরদিন রাতেই পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা দাবি করে। তারা জানায়, নূর কামালকে অপহরণের জন্য ২০ লাখ টাকায় চুক্তি হয়েছে। পরে দেড় ভরি স্বর্ণালঙ্কার, ১৫ হাজার টাকা লুট করে স্বামী ও ভাতিজাকে অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, পরিবার থেকে বিষয়টি জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।