
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে নিপীড়িত গাজাবাসীর আহ্বানে বিশ্বব্যাপী ‘নো-ওয়ার্ক-নো-স্কুল’ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে সুনামগঞ্জ শহরের আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের শিক্ষার্থীরা। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে ইসরাইলের হানাদাররা যেভাবে লাগাতার ফিলিস্তিনিদের উপর হামলা করে আসছে, তা পুরো বিশ্ব মানবতাকে কলঙ্কিত করেছে। বিশ্বের মানবিক বিবেকবান মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করছে, নির্যাতিতদের পাশে নেই তারা। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি। আমরা চাই ফিলিস্তিনিদের উপর দীর্ঘদিনের যে আগ্রাসন তা বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে আসুক। ইজরায়েলের মত বর্বর রাষ্ট্র এবং তার মদদদাতা আমেরিকার অত্যাচার মুক্ত ফিলিস্তিন দেখতে চায় বিশ্ববাসী।