০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা শালিখা উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ইনডোরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী সরদার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, শালিখা উপজেলা বিএনপির মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নির্যাতন গুম,খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে,তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

 

মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট বলেন, গত ১৭ বছরে জেলখানায় আমাদের সঙ্গে যেসব নেতাকর্মীদের দেখা হয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছে। যারা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে আপোস করে নাই। আগামী সেইসব বন্ধুদের মূল্যায়ন করা হবে। তাদেরকেই নেতা নির্বাচন করা হবে।

আর যারা স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন, তাদের জায়গা বিএনপি তে হবে না। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিঠুন রায় চৌধুরী, সদস্য মোতালেব হোসেন সিকদার, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন। এছাড়া মাগুরা জেলা বিএনপি, মোহাম্মদপুর উপজেলা , শালিখা উপজেলার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের চালক ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মাগুরা শালিখা উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ইনডোরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী সরদার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, শালিখা উপজেলা বিএনপির মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নির্যাতন গুম,খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে,তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

 

মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট বলেন, গত ১৭ বছরে জেলখানায় আমাদের সঙ্গে যেসব নেতাকর্মীদের দেখা হয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছে। যারা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে আপোস করে নাই। আগামী সেইসব বন্ধুদের মূল্যায়ন করা হবে। তাদেরকেই নেতা নির্বাচন করা হবে।

আর যারা স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন, তাদের জায়গা বিএনপি তে হবে না। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিঠুন রায় চৌধুরী, সদস্য মোতালেব হোসেন সিকদার, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন। এছাড়া মাগুরা জেলা বিএনপি, মোহাম্মদপুর উপজেলা , শালিখা উপজেলার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের চালক ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।