
বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় সিকদার মার্কেটে আয়োজিত মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন কেয়াইন ইউনিয়নের বিএনপির সভাপতি নাসিম খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদীখান থানা বিএনপির সভাপতি শেখ মো.আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহীদুল মৃধা,সিরাজদীখান থানা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো ছিদ্দিক মোল্লা,কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান,সাধারন সম্পাদক খায়ের মেল্লা।
এ সময় বক্তব্য রাখেন, সিরাজদিখান পূজাউদযাপন পরিষদের সভাপতি তপন দাস,কেয়াইন ইউনিয়নের ৫ নং ওয়াডে ইউপি সদস নয়ন রোজারিওসহ কেয়াইন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মো.আব্দুল্লাহ বলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি কে সু-সংগঠিত করে বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি করে না। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজির মত কোন কর্মকান্ড জড়িত হলে তাকে আইনের আওতায় এনে পুলিশের হাতে ধরিয়ে দিবেন।